AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাঠ পর্যায় থেকে এনআইডির বয়স সংশোধন কার্যক্রম তুলে নিচ্ছে ইসি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৪১ পিএম, ১০ নভেম্বর, ২০২৫

মাঠ পর্যায় থেকে এনআইডির বয়স সংশোধন কার্যক্রম তুলে নিচ্ছে ইসি

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) তথ্য সংশোধনের প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ করে বয়স সংশোধনের মতো স্পর্শকাতর বিষয়গুলো আর মাঠ পর্যায়ের নির্বাচন অফিসে নয়, বরং প্রধান কার্যালয় থেকে নিয়ন্ত্রিতভাবে পরিচালিত হবে—এমন সিদ্ধান্তের দিকে যাচ্ছে কমিশন।

ইসি–এর আওতাধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) ও অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “বয়স সংশোধনসহ সংবেদনশীল বিষয়গুলো এখন থেকে মাঠ পর্যায়ে নয়, কেন্দ্রীয়ভাবে যাচাই–বাছাই করা হবে। অন্যদিকে, সাধারণ তথ্য সংশোধনের কিছু অংশ মাঠ পর্যায়ে বহাল থাকবে।”

হুমায়ুন কবীর জানান, সম্প্রতি এনআইডি সংশোধনের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, এবং কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য পরিবর্তনের প্রবণতা দেখা যাচ্ছে। এ ধরনের অপব্যবহার ঠেকাতে এবং ডাটাবেজের নিরাপত্তা নিশ্চিত করতে সংশোধন প্রক্রিয়া কঠোর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “আমরা দেখছি, অনেকে সত্যিকারের বিপদে নয়, বরং অসৎ উদ্দেশ্যে তথ্য বদলাচ্ছেন। ডাটাবেজের সুরক্ষা বজায় রাখতে হলে এই প্রক্রিয়া আগের মতো চলতে পারে না—তাই বয়স সংশোধনের দায়িত্ব এখন কেন্দ্রীয়ভাবে নেওয়ার সিদ্ধান্ত বিবেচনায় রয়েছে।”

ডিজি আরও জানান, নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)–এর খসড়ায় শুধু বয়স সংশোধন নয়, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে—প্রতিটি সংশোধন ক্ষেত্রের জন্য নির্দিষ্ট করণীয় নির্ধারণ,দীর্ঘদিন ঝুলে থাকা আবেদন নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ,দালিলিক ঘাটতি বা আবেদনকারীর বিলম্বে সৃষ্ট সমস্যার সমাধান পদ্ধতি নির্ধারণ।

এসব প্রস্তাব এখন কমিশনের আলোচ্যসূচিতে রয়েছে, এবং চূড়ান্ত অনুমোদন পেলে নতুন এসওপি কার্যকর করা হবে, বলে জানান হুমায়ুন কবীর।

এর আগে রোববার (৯ নভেম্বর) অনুষ্ঠিত হয় ‘জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা ও নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির প্রয়োগ সংক্রান্ত কমিটির’ সভা। সভায় সভাপতিত্ব করেন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সেখানে এনআইডি সংশোধনের আবেদন দাখিল, যাচাই ও নিষ্পত্তির দায়িত্ব নির্ধারণে নতুন এসওপি সংশোধনের প্রস্তাবসহ বিদেশে ও দেশে বসবাসরত নাগরিকদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া এবং প্রযুক্তিগত আপডেট বিষয়েও আলোচনা হয়।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!