AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ না করার নির্দেশনা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১২:৩০ পিএম, ১ নভেম্বর, ২০২৫

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ না করার নির্দেশনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত একান্ত প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ না করার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয় ও অর্থ বিভাগ এর আগে বিদেশ ভ্রমণ সীমিতকরণের বিষয়ে যে নির্দেশনা দিয়েছিল, তা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। কিছু কর্মকর্তা নির্দেশনা অমান্য করে বিদেশ সফরে যাচ্ছেন, এমনকি অনেক সময় একই মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বা উপদেষ্টা একই সঙ্গে বিদেশ সফরে যাচ্ছেন— যা পূর্বের নির্দেশনার পরিপন্থি।

পরিপত্রে বলা হয়, নির্বাচন সামনে রেখে প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে এ সময়ে বিদেশ সফর সীমিত রাখা জরুরি। তাই পূর্বের নির্দেশনাগুলো কঠোরভাবে মেনে চলা এবং একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ সফর স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন এই নির্দেশনার অনুলিপি সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধান উপদেষ্টার উপদেষ্টাদের একান্ত সচিবদের কাছে পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে
 

Link copied!