AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:০৬ পিএম, ৩১ অক্টোবর, ২০২৫

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ৬ নভেম্বর থেকে চার দিনের সরকারি সফরে পাবনা যাচ্ছেন। গত বুধবার (২৯ অক্টোবর) তার প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

সফরের সূচি অনুযায়ী, রাষ্ট্রপতি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছাবেন। সেখানে জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণের মধ্য দিয়ে তার সফর শুরু হবে এবং প্রথম রাতেই তিনি সার্কিট হাউজে অবস্থান করবেন।

সফরের দ্বিতীয় দিনে, ৭ নভেম্বর, রাষ্ট্রপতি আরিফপুরে পিতা-মাতার কবর জিয়ারত করবেন এবং তারপরে আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

তৃতীয় দিনে, ৮ নভেম্বর, তিনি সার্কিট হাউজে নিকট আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং রাতেই সেখানেই অবস্থান করবেন।

সফরের শেষ দিন, ৯ নভেম্বর, রাষ্ট্রপতি সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণের পর হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সফরের সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব পালন করবে। এছাড়া জেলা প্রশাসককে প্রশাসনিক সমন্বয় এবং যানবাহনের ব্যবস্থাপনা করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!