AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাইবার হামলার আশঙ্কা, দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:৩২ পিএম, ৯ অক্টোবর, ২০২৫

সাইবার হামলার আশঙ্কা, দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি

ইউরোপের একাধিক বিমানবন্দরে সাইবার হামলার ঘটনার পর বাংলাদেশে বিমান চলাচল খাতে সাইবার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে বিশেষ সতর্কতা নির্দেশনা জারি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

গত সপ্তাহে বেবিচক থেকে জারি করা নির্দেশনায় ১০টি সাইবার নিরাপত্তা নির্দেশনা প্রদান করা হয়। এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান, সদস্য (পরিকল্পনা ও পরিচালনা), স্বাক্ষরিত ওই চিঠি দেশের সব বিমানবন্দর পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির এক কর্মকর্তা।

চিঠিতে উল্লেখ করা হয়, বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সাম্প্রতিক সাইবার হামলার প্রেক্ষিতে বাংলাদেশের বিমান চলাচল কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করতে সবার সর্বোচ্চ সতর্ক থাকা প্রয়োজন। এজন্য কর্মকর্তাদের শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক ই-মেইল ও লিংক থেকে বিরত থাকা, নিয়মিত সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস আপডেট রাখা, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা, অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা এবং মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (MFA) ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া, কোনো সাইবার সংক্রান্ত ঘটনা বা অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিকভাবে বেবিচকের সিএএবি সার্ট টিম, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইন্সিডেন্ট রেসপন্স টিমকে অবহিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

বেবিচক সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর সংস্থাটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সাম্প্রতিক হামলার ঘটনাগুলো নিয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, লন্ডনের কিছু বিমানবন্দরে সাইবার হামলার পর ফ্লাইট পরিচালনা বন্ধ করতে হয়েছিল। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই বাংলাদেশে আগাম সতর্কতা জারি করা হয়েছে।

সভায় আরও জানানো হয়, সম্প্রতি বেবিচকের নিজস্ব ওয়েবসাইটও সাইবার হামলার শিকার হয়েছিল। এরপর জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা কর্তৃপক্ষকে দ্রুত ঝুঁকি মূল্যায়ন ও প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে। এজন্য শিগগিরই একটি অভিজ্ঞ প্রতিষ্ঠান নিয়োগের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!