AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৫ ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন হবে: প্রেস সচিব


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:০৭ পিএম, ৩১ অক্টোবর, ২০২৫

১৫ ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন হবে: প্রেস সচিব

আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির আগেই জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘জুলাই কণ্যা ফাউন্ডেশন’-এর আয়োজিত এক অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রেস সচিব বলেন, “গণভোট ইস্যুতে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। যেকোনো সিদ্ধান্তই নেওয়া হোক, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই হবে। এটাকে পেছানোর মতো কোনো শক্তি নেই।”

তিনি আরও বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিচ্ছে— আমরা এটাকে কোনো হুমকি হিসেবে দেখছি না। প্রধান উপদেষ্টা সর্বোত্তম পথটাই বেছে নেবেন।”

শফিকুল আলম জানান, আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের দিন ঘোষণা করবেন।

২৪-এর গণঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, “স্বৈরাচার পতন ও গণঅভ্যুত্থানে পুরুষদের পাশাপাশি নারীরাও রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। এখন আর নারীরা পিছিয়ে নেই; তারা প্রতিটি ক্ষেত্রেই প্রতিনিধিত্ব করছে।”

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তরুণদের জ্ঞান ও মেধার বিকাশে ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন ২০২৫’ আয়োজন করে জুলাই কণ্যা ফাউন্ডেশন।
নোবিপ্রবি কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমি।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাঈল হোসেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!