নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে কমিশন প্রস্তুত রয়েছে। নির্বাচন পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সমস্যা নেই বলেও তিনি উল্লেখ করেন।
শনিবার (১ নভেম্বর) সকালে পটুয়াখালীর কুয়াকাটায় ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনের চ্যালেঞ্জ ও উত্তরণ’ বিষয়ক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে। এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সরকার ও নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে, সে অনুযায়ী ভোট অনুষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “এ দেশ আমাদের, এই দেশের উন্নতি আমাদের সবার দায়িত্ব। প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসাররা দায়িত্বশীলভাবে কাজ করলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভব।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

