AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশে ফিরলেন আলোকচিত্রী শহিদুল আলম


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৫৭ এএম, ১১ অক্টোবর, ২০২৫

দেশে ফিরলেন আলোকচিত্রী শহিদুল আলম

ইসরায়েলে আটক হওয়ার পর মুক্তি পেয়ে দেশে ফিরেছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে ভোর ৫টার কিছু পর তিনি বাইরে আসেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি গ্লোবাল সামুদ ফ্লোটিলায় যোগ দেওয়ার অভিজ্ঞতা ও গাজার পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করেন।

শহিদুল আলম বলেন, “গাজার মানুষ এখনো কষ্টে আছে, এখনো তাদের ওপর নির্যাতন চলছে। এই সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের কাজ শেষ হবে না।”

তিনি আরও বলেন, “সারা পৃথিবী থেকে যারা আমার খোঁজ নিয়েছেন, প্রার্থনা করেছেন, ভালোবাসা পাঠিয়েছেন—সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি সবার প্রতি কৃতজ্ঞ।”

বিমানবন্দরে শহিদুল আলমকে ফুল দিয়ে স্বাগত জানান তার পরিবারের সদস্য ও সহকর্মীরা।

এর আগে শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে তিনি ইসরায়েল থেকে ইস্তাম্বুলে পৌঁছান। সেখানেই তাকে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান স্বাগত জানান। পরে সেদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে শনিবার ভোরে দেশে ফেরেন তিনি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!