AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান সেনাপ্রধান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:০১ পিএম, ৩১ অক্টোবর, ২০২৫

কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান  জানান সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে (এসিঅ্যান্ডএস) রেজিমেন্ট অব আর্টিলারির ৪৪তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সেনাপ্রধান বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী একটি গৌরবময় ও ঐতিহ্যবাহী বাহিনী। আধুনিক প্রযুক্তি, দক্ষতা ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে বাহিনীকে আরও শক্তিশালী ও আত্মনির্ভরশীল হতে হবে, যাতে ভবিষ্যতের যেকোনো চ্যালেঞ্জ আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করা যায়।”

আইএসপিআর জানায়, সেনাপ্রধান সম্মেলনে উভয় কোরের কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের পেশাগত দক্ষতা, আধুনিক যুদ্ধ কৌশল ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।

তিনি আরও বলেন, “বর্তমান বিশ্বে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। আমাদের বাহিনীকে শুধু সামরিক শক্তির দিক থেকে নয়, জ্ঞান, প্রযুক্তি ও কৌশলগত প্রস্তুতির ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থার জিওসি, কমান্ডার, কমান্ড্যান্ট এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে ২৯ অক্টোবর রেজিমেন্ট অব আর্টিলারির দশম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব নেন মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মেজর জেনারেল মো. আবু বকর সিদ্দিক খান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!