নরসিংদীর রায়পুরা উপজেলার সায়দাবাদ এলাকায় র্যাব-১১-এর অভিযান থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৮ জনকে আটক করা হয়েছে। এ সময় ২টি বিদেশী পিস্তল, ৫টি একনলা বন্দুক, ১টি দুইনলা বন্দুক, ২টি এলজি, ১টি পাইপগান, ৩টি ম্যাগাজিন এবং ৩৮ রাউন্ড গুলি জব্দ করা হয়।
শুক্রবার (৩১ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। শনিবার (১ নভেম্বর) সকালে উদ্ধার হওয়া অস্ত্র ও গ্রেফতারকৃতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে।
আটককৃতরা হলেন:
১. মোঃ শফিক মিয়া (৩২), মোঃ ডালিম মিয়ার ছেলে
২. মোঃ মোস্তফা মিয়া (৩৮), মৃত হাজী সামসুল মিয়ার ছেলে
৩. জাহিদ হাসান (১৭), মোঃ দুলাল মিয়ার ছেলে
৪. মোঃ আয়নাল (৩৮), মৃত মোঃ মহাজুদ্দিন এর ছেলে
৫. মহিউদ্দিন হৃদয় (২২), মোঃ জাকের হোসেন এর ছেলে
৬. মোঃ বাচ্চু (৬২), মৃত মোঃ আলী হোসেন এর ছেলে
৭. মোঃ কালু মিয়া (৬৯), মৃত আঃ সামাদ টুকু মিয়ার ছেলে
৮. মোঃ বাছেদ (৪০), মৃত খলিল রহমান এর ছেলে
উল্লেখ্য, আটককৃতদের মধ্যে মোঃ শফিক মিয়া, জাহিদ হাসান, বাছেদ ও মহিউদ্দিনের নামে একটি হত্যা মামলা, এবং মোঃ বাচ্চুর নামে হত্যা ও হত্যার চেষ্টা মামলাও রয়েছে।
র্যাব-১১ নারায়নগঞ্জ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্প্রতি রায়পুরা উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। গত বছর ও চলতি বছরে এই এলাকায় সংঘর্ষ ও গোলাগুলিতে কয়েকজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। রায়পুরার চরাঞ্চলটি সন্ত্রাসীদের একটি অভয়ারণ্যে পরিণত হয়েছিল।
র্যাব-১১ আরও জানায়, গ্রেফতারকৃতরা আধিপত্য বিস্তার এবং আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়ানোর জন্য এ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিজেদের হেফাজতে রেখেছিল। আটককৃতদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

