ইসরায়েলি বাহিনীর হাতে আটক আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ প্রক্রিয়ায় তুরস্কের সহায়তা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সরকারের প্রেস উইং।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হকের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রধান উপদেষ্টার যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “ইসরায়েলে আটক সাংবাদিক শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার পদক্ষেপ চলছে। তুর্কি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, আজই বিশেষ বিমানে করে তাকে আঙ্কারায় নিয়ে আসা সম্ভব হতে পারে। তবে এখনো এ বিষয়ে পূর্ণ নিশ্চয়তা মেলেনি।”
বিবৃতিতে আরও বলা হয়, রাষ্ট্রদূত আমানুল হক বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছেন।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়, শহিদুল আলমকে ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে আটক করার পরপরই জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোকে সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট দূতাবাসগুলো ওইসব দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রেখে মুক্তির বিষয়ে অব্যাহত আলোচনা চালিয়ে যাচ্ছে।
এদিকে, ইসরায়েলি মন্ত্রিসভা গাজার সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়ার কথা রয়েছে।
একুশে সংবাদ/এ.জে