কিশোরগঞ্জের কটিয়াদীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন অবমাননার ঘটনার প্রতিবাদে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েছেন। এ ঘটনার প্রতিবাদে ও অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি—সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার করগাঁও বাজারের মেইন রোডে করগাঁও ইউনিয়ন উলামা ও তাওহিদী জনতা ঐক্যের উদ্যোগে শত শত মুসল্লির অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রখর রোদ উপেক্ষা করে ব্যানার ও ফেস্টুন হাতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, মাদরাসা শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। এলাকাজুড়ে ছিল উত্তেজনা ও প্রতিবাদের স্লোগানে মুখর পরিবেশ।
মানববন্ধনে করগাঁও ইউনিয়ন উলামা ও তাওহিদী জনতা ঐক্যের সভাপতি মুফতি আনছার আলী বলেন, পবিত্র কুরআন মুসলমানদের প্রাণের চেয়েও প্রিয়। কুরআন অবমাননার মতো জঘন্য কর্মকাণ্ড মুসলিম সমাজের ঈমান ও হৃদয়ের ওপর সরাসরি আঘাত। এই অপরাধ কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। অবিলম্বে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি—সর্বোচ্চ শাস্তি ফাঁসি—নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, সমাজে যেন আর কেউ এ ধরনের ঘৃণ্য অপরাধের সাহস না পায়, সেজন্য সরকারের উচিত কঠোর ব্যবস্থা গ্রহণ করা এবং কুরআন অবমাননার শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করে আইনি দৃষ্টান্ত স্থাপন করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করগাঁও ইউনিয়ন উলামা ও তাওহিদী জনতা ঐক্যের সভাপতি মুফতি আনছার আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হুসাইন, করগাঁও বাজার জামে মসজিদের ইমাম মুফতি শফিকুল ইসলাম তাড়াইলী, মাদরাসা শিক্ষক মাওলানা আবদুল্লাহ আল-মামুন, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য হাফেজ মিজানুর রহমান প্রমুখ।
বক্তব্য শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়; এতে ইসলামবিদ্বেষী কার্যকলাপ থেকে দেশকে রক্ষা ও দোষীদের উপযুক্ত শাস্তির জন্য আল্লাহর নিকট প্রার্থনা করা হয়।
একুশে সংবাদ/এ.জে