AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানালো বাংলাদেশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৫৮ পিএম, ৯ অক্টোবর, ২০২৫

গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে  স্বাগত জানালো বাংলাদেশ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দীর্ঘ সংঘাতের অবসানে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা— সংকট নিরসনের সবচেয়ে কার্যকর উপায় বলে মনে করে বাংলাদেশ।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সকল পক্ষের উচিত পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে গাজায় চলমান মানবিক বিপর্যয়ের স্থায়ী সমাধান নিশ্চিত করা।

বাংলাদেশ আশা প্রকাশ করেছে, দ্রুত যুদ্ধবিরতির বাস্তবায়নের ফলে গাজার ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ ও মানবিক সহায়তা পৌঁছবে, এবং তারা দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পাবে।

এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কূটনৈতিক প্রচেষ্টার ধারাবাহিকতায় টেকসই শান্তি প্রতিষ্ঠা ও একটি স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে। গাজা পুনর্গঠন ও শান্তি প্রক্রিয়ায় সহযোগিতা প্রদানে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!