প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (আইসেস্কো)-এর মহাপরিচালক ড. সালিম এম. আল মালিক।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে উভয়পক্ষ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বৈঠকে ড. আল মালিক প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন,“বাংলাদেশে এসে আমি বিভিন্ন উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। আপনাদের নেওয়া সংস্কার পরিকল্পনা ও সামাজিক রূপান্তরের পদক্ষেপগুলো অনুপ্রেরণাদায়ক।”
তিনি প্রফেসর ইউনূসের ‘থ্রি জিরো’ তত্ত্ব—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ—**এর প্রশংসা করে এটি আইসেস্কোর শিক্ষা ও পরিবেশ উন্নয়ন কৌশলে অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রকাশ করেন।“আমরা আনুষ্ঠানিকভাবে এই তত্ত্বটিকে আমাদের মূল কৌশলগত পরিকল্পনায় যুক্ত করার অনুমতি চাইছি,” বলেন ড. আল মালিক।
আইসেস্কোর চলমান কার্যক্রম তুলে ধরে তিনি জানান, সংস্থাটি সদস্য রাষ্ট্রগুলোতে খাদ্য অপচয় রোধ, উদ্যোক্তা উন্নয়ন ও সামাজিক ব্যবসা প্রচারে সহায়তা দিচ্ছে। তিনি উদাহরণ হিসেবে ব্রুনেই, আলজেরিয়া ও নাইজেরিয়ার কথা উল্লেখ করেন, যেখানে এই সহায়তায় সামাজিক ব্যবসা কার্যক্রম বিস্তৃত হয়েছে।
প্রতিক্রিয়ায় প্রফেসর ইউনূস আইসেস্কোর প্রচেষ্টার প্রশংসা করেন এবং তরুণদের ক্ষমতায়ন, শিক্ষা ও টেকসই উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভবিষ্যৎ যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে শিক্ষা উপদেষ্টা প্রফেসর সি. আর. আবরার উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে