সিরাজগঞ্জের রায়গঞ্জে স্বাস্থ্য সহকারীরা বেতন গ্রেড উন্নয়ন, ১৪তম গ্রেডে অন্তর্ভুক্তকরণ, নিয়োগ বিধি সংশোধন, ইন-সার্ভিস ট্রেনিং ডিপ্লোমা, অপগ্রেডেশনসহ ৬ দফা দাবির বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করছেন।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন (বিএইচএএ), রায়গঞ্জ উপজেলা শাখার আয়োজনে সোমবার সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মবিরতি শুরু হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্বাস্থ্য সহকারী তারিকুল ইসলাম জানান, গত ১ অক্টোবর থেকে ৬ দিন ধরে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই কর্মবিরতি চলছে। তিনি আরও উল্লেখ করেন, “২০১৮ সালে একই দাবিতে ১৮ দিন কর্মবিরতি পালন করেছিলাম। তখনও আশ্বাস পাওয়া গেলেও বাস্তবায়ন হয়নি।”
কর্মবিরতির ফলে উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত টিকাদান, জনস্বাস্থ্য সেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। স্বাস্থ্য সহকারীরা দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিতে প্রস্তুত রয়েছেন।
একুশে সংবাদ/এ.জে