AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, আহত ২



নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, আহত ২

নারায়ণগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে মৌমিতা পরিবহনের একটি বাসের ধাক্কায় এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় বাসের আঘাতে দুই ইজিবাইক চালক গুরুতর আহত হন।

সোমবার (৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে জেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম মোজাম্মেল হক (৫৫)। তিনি ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার মোক্তার হোসেনের পুত্র।

আহতরা হলেন—আনিসুর রহমান (৩৮), লৌহজং (মুন্সিগঞ্জ) উপজেলার বসতগাঁও গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে এবং রানা বাবু (৪০), জয়পুরহাট জেলার নিক্তিপাড়ার তমিজউদ্দীন প্রামাণিকের ছেলে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, “ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী মৌমিতা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে অপেক্ষমান দুইটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে দুই চালক গুরুতর আহত হন এবং পথচারী মোজাম্মেল হক ঘটনাস্থলেই মারা যান।”

তিনি আরও জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসচালক রুবেল (২৪) ও হেলপার নাঈম শেখ (২৫)-কে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহাদাত হোসেন বলেন, “দুর্ঘটনায় মোজাম্মেল হক (৫৫) নিহত হয়েছেন। আহত দুই ইজিবাইক চালক ও গণধোলাইয়ে আহত বাসচালক ও হেলপারকে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

পুলিশ বাসটি জব্দ করেছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!