ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় রিকশাচালক খোকন মিয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় মগটুলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. নজরুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার ভোরে জেলা উত্তর ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাদ্দাম হোসেন তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নজরুল ইসলামকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ঈশ্বরগঞ্জ উপজেলার করমা গ্রামে রিকশাচালক মো. খোকন মিয়াকে (৪৫) নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে তাঁকে হাত-পা ভেঙে ও লাঠিসোটা দিয়ে পেটানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে বাড়ির উঠানে ফেলে রাখা হয়। স্থানীয়রা জানান, মৃত্যুপূর্ব অবস্থায় খোকন মিয়া তীব্র ব্যথায় কাতরাতে কাতরাতে পানির জন্য চিৎকার করলেও কেউ সাড়া দেননি। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়াও হয়নি।
খবর পেয়ে রাত একটার দিকে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খোকন মিয়াকে পানি পান করিয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরদিন শনিবার নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে মগটুলা ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো. নজরুল ইসলামসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তবে প্রধান আসামি ছাত্রদল নেতা নজরুল ইসলাম এখনো পলাতক রয়েছেন। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। জড়িত ব্যক্তিরা বর্তমানে পলাতক এবং তাঁদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রাজনৈতিক পদে থাকা একজন নেতার নাম হত্যার মামলায় আসায় ছাত্রদলের অভ্যন্তরে সমালোচনা শুরু হয়। সেই প্রেক্ষিতে জেলা উত্তর ছাত্রদল দ্রুত পদক্ষেপ নিয়ে নজরুল ইসলামকে বহিষ্কার করে সংগঠনের অবস্থান পরিষ্কার করেছে।
নিহত রিকশাচালক খোকন মিয়া দুই সন্তানের জনক এবং পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ/এ.জে