নাটোরের লালপুরে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকাল এগারোটায় লালপুর শ্রী সুন্দরী পাইলট স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক খাজা ইলিয়াস হোসেন শামীম, সহকারী অধ্যাপক মো. সাজেদুল ইসলাম হলুদ, সহকারী শিক্ষক আবু রায়হান প্রমুখ।
এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ, বালিতিতা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ফিরোজ হোসেন ও সহকারী প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম লিটন প্রমুখ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

