“শিক্ষকতা পেশাঃ মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুরে বিশ্ব শিক্ষক দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) উপজেলা বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার (প্রাথমিক) হারুনর রশিদ।
অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল হান্নান, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তালেব, কেশবপুর বাহরুুম উলুম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মাওলানা মো. নুরুল ইসলাম, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সহসভাপতি আহসান হাবিব মোল্যা, উপজেলা মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মাওলানা আব্দুস সামাদ, কাল্বের উপজেলা সভাপতি রেজাউল ইসলাম, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি আবু হাসান, সহকারী শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি আব্দুস সালাম এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহিনুর রহমান। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির শিক্ষার্থী আনিকা জামান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রবিউল ইসলাম এবং পবিত্র গীতা পাঠ করেন বাসুদেব সেন গুপ্ত। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম ও প্রভাষক সেলিম রেজা।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, “শিক্ষকরা হলো মানুষ গড়ার কারিগর। আপনারা দায়িত্ব ও কর্তব্য সুচিন্তিতভাবে পালন করবেন। শিক্ষার্থীদের পাঠ দেওয়ার আগে নিজেও বিষয়টি ভালোভাবে শিক্ষা গ্রহন করবেন। প্রতিটি সময়, প্রতিটি ক্ষণে নিজেকে শিক্ষক মনে রাখবেন।”
একুশে সংবাদ/এ.জে