গাজামুখী মানবিক নৌবহর সুমুদ ফ্লোটিলা–তে অংশ নেওয়া ব্যক্তিদের নিরাপত্তা ও অবস্থার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (৪ অক্টোবর) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমের সাহসিকতার প্রশংসা করেন এবং গাজা ও শহিদুল আলমের প্রতি সংহতি প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমে এই বিবৃতির বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবৃতিতে ড. ইউনূস বলেন, “শহিদুল আলম এই অভিযানে অংশ নিয়েছেন সেই একই সাহস ও দৃঢ়তা নিয়ে— যা তিনি ২০১৮ সালে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে ১০৭ দিন কারাভোগের সময় দেখিয়েছিলেন। তিনি আজ বাংলাদেশের অবিচল মানবিক চেতনার প্রতীক।”
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া নিজের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, “মানবিক বিপর্যয়ের প্রতি উদাসীনতা মানবজাতির অর্জনকে ধ্বংস করছে। এর সবচেয়ে স্পষ্ট উদাহরণ গাজা, যেখানে শিশুরা অনাহারে মৃত্যুবরণ করছে, নিরীহ মানুষ নির্বিচারে নিহত হচ্ছে এবং হাসপাতাল-বিদ্যালয়সহ পুরো বসতি ধ্বংস হয়ে যাচ্ছে।”
বিবৃতির শেষে প্রধান উপদেষ্টা বলেন, “আমরা শহিদুল আলমের পাশে আছি, আমরা গাজার পাশে আছি— এখন এবং সর্বদা।”
একুশে সংবাদ/এ.জে