AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লালপুরে পাখি শিকার নিষেধ করায় গুলি, আহত এক ব্যক্তি


Ekushey Sangbad
এস ইসলাম, লালপুর, নাটোর
০৪:০৯ পিএম, ৫ অক্টোবর, ২০২৫

লালপুরে পাখি শিকার নিষেধ করায় গুলি, আহত এক ব্যক্তি

নাটোরের লালপুরে পাখি শিকার করতে নিষেধ করায় রিপন কাজী (৩৫) নামে এক ব্যক্তিকে এয়ারগানের গুলিতে আহত করেছে তিন যুবক।

রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর (কাজীপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। আহত রিপন কাজী ওই গ্রামের আনসার কাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবানীপুর গ্রামের মৃত আব্দুল আলীমের পুত্র জাহিদ (২৫), আব্দুল জলিলের পুত্র সামাউন (৩০) এবং একরাম আলীর পুত্র আশরাফুল (৩২) তিনজন রিপন কাজীর বাড়ির সামনে এয়ারগান দিয়ে পাখি শিকার করছিলেন। এ সময় রিপন কাজী তাদের পাখি শিকার করতে নিষেধ করলে কথা কাটাকাটির একপর্যায়ে জাহিদের হাতে থাকা এয়ারগান দিয়ে রিপন কাজীর পেটে গুলি করা হয়।

আহত অবস্থায় স্থানীয়রা রিপন কাজীকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, তার পেটের চামড়ায় এয়ারগানের গুলি আটকে আছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

এদিকে, স্থানীয়রা ঘটনাস্থলেই জাহিদ, সামাউন ও আশরাফুলকে গণপিটুনি দিয়ে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের একটি ১০০ সিসির মোটরসাইকেল ও একটি এয়ারগানসহ আটক করে থানায় নিয়ে আসে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করেছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!