বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে দুই দেশের শীর্ষ নেতারা পরস্পরকে অভিনন্দন জানিয়েছেন। এ উপলক্ষে শনিবার (৪ অক্টোবর) চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শুভেচ্ছা বার্তা বিনিময় করেন।
অভিনন্দন বার্তায় ড. ইউনূস বলেন, “গত পাঁচ দশকে বাংলাদেশ ও চীনের জনগণের বন্ধুত্ব আরও গভীর হয়েছে। দুই দেশের সম্পর্ক স্থিতিশীলভাবে এগিয়েছে এবং পারস্পরিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে— যা সত্যিই উদযাপনের মতো একটি অধ্যায়।”

তিনি আরও উল্লেখ করেন, “বাংলাদেশ উভয় দেশের মধ্যে সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং পারস্পরিক উন্নয়নের পথে নতুন সাফল্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।”
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং তার বার্তায় বলেন, “চীন বাংলাদেশ-চীন সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়। এ সম্পর্কের ৫০ বছর পূর্তি দুই দেশের সহযোগিতাকে আরও গভীর করার সুযোগ সৃষ্টি করেছে। আমরা উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI) বাস্তবায়ন, বহুমাত্রিক সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে প্রস্তুত।”
একুশে সংবাদ/এ.জে