বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের সেনেরহাট বাজারে শনিবার ভোররাতে অগ্নিকাণ্ডে জামায়াতে ইসলামীর অফিসসহ ১০টি দোকান সম্পূর্ণভাবে ভষ্মীভূত হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ীদের কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে দোকানগুলো সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা কাওসারের খাবার হোটেলের গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজের কারণে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত স্থাপনা ও দোকানগুলোর মধ্যে রয়েছে: জামায়াতে ইসলামীর ওয়ার্ড কার্যালয়, পল্লী চিকিৎসক সাইদুল ইসলাম শামীমের ক্লিনিক, মোঃ কাউসার হোসেনের খাবার হোটেল, আব্দুল হাকিমের ঔষধের দোকান, মোঃ মাহফুজ খানের জুতা ও গার্মেন্টস শোরুম, রুবেল হাওলাদারের ইলেকট্রিক্যাল দোকান, নুরুল হক হাওলাদারের পান সুপার, হানিফ ব্যাপারীর হার্ডওয়্যার দোকান, জহিরুল ইসলাম, রুবেল ও সাহাজানের দোকান ।
স্থানীয়রা জানান, আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা দ্রুত আগুন নিয়ন্ত্রণে সক্ষম হন।
অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কর্মীবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্তদের মধ্যে সরকারি সহায়তা প্রদান করা হবে।
একুশে সংবাদ/এ.জে