AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাভারে ভালোবাসার ফাঁদে ফেলে অপহরণ করে অর্থ দাবি, গ্রেপ্তার ৪


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:২৪ পিএম, ৪ অক্টোবর, ২০২৫

সাভারে ভালোবাসার ফাঁদে ফেলে অপহরণ করে অর্থ দাবি, গ্রেপ্তার ৪

ঢাকার সাভারে ভালোবাসার ফাঁদে ফেলে মো: মেহেদী হাসান নামে এক ব্যক্তিকে অপহরণ করে পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) সাভার থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো: শাহিনুর কবির এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন—রংপুরের পীরগাছা থানার তালুকো এলাকার শরিফুল (২৫),একই থানার ২নং সতাং এলাকার মো: জয়নাল (২৫),ময়মনসিংহের ইশ্বরগঞ্জের দত্তপাড়া এলাকার সকাল আনমনা (১৯), শেরপুরের নকলা থানার নাইরোন খোলা বাজার এলাকার মো: কাওসার হোসেন কনক (২০)।

ভুক্তভোগী মো: মেহেদী হাসান পরিবার পরিকল্পনার ইন্সপেক্টর হিসেবে কর্মরত।

পুলিশ জানায়, গত ২ অক্টোবর বিকেলে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের মিনি চিড়িয়াখানার সামনের এলাকা থেকে তাকে ভালোবাসার ফাঁদে ফেলে অপহরণ করা হয়। অপহরণকারীরা তাকে আটকে রেখে পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ভুক্তভোগীর পরিবার জাতীয় জরুরি যোগাযোগ নম্বর-৯৯৯-এ ফোন করে পুলিশকে জানায়।

পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় টানা ২০ ঘন্টার অভিযান চালিয়ে ৩ অক্টোবর দুপুরে সাভারের জামসিং এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে। এ সময় অপহরণকারীকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত একটি লেগুনা গাড়ি জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহিনুর কবির জানান, “গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!