অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, আগামী নির্বাচন হবে দিনের বেলা, রাতের নয়। তিনি বলেন, “মানুষের ভোটাধিকার রক্ষায় ছাত্রজনতার আত্মত্যাগের ৫৪ বছর পর সুযোগ এসেছে। এই সুযোগ কোনোভাবেই হারানো যাবে না।”
বুধবার (১ অক্টোবর) রাজধানীর সরকারি মাদরাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আলিয়া মাদরাসা সমাজ ও রাষ্ট্র গঠনে দীর্ঘ ইতিহাসের সাক্ষী। তবে সাম্প্রতিক সময়ে ‘অতি আধুনিক শিক্ষার নামে’ মাদ্রাসা শিক্ষা তার মূল ভিত্তি থেকে সরে গিয়ে কোণঠাসা হয়েছে। উপদেষ্টা জোর দিয়ে বলেন, আধুনিকতার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার কেন্দ্রে থাকতে হবে কোরআন, হাদিস ও ফেকাহ।
একুশে সংবাদ/এ.জে