পাবনার ভাঙ্গুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ (১৯) নামে এক পলিটেকনিক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (১ অক্টোবর) দুপুরে নিজ বাড়িতে পানি ট্যাংক পরিষ্কার করার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সৈয়দ মাহিমুল ইসলাম মারুফ ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামের মো. মজনু বোখারীর ছেলে। তিনি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ছুটিতে বাড়ি আসা মারুফ দুপুরে পরিবারের পানি ট্যাংক পরিষ্কার করছিলেন। কাজের এক পর্যায়ে ট্যাংকের পাশ দিয়ে যাওয়া উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসলে তিনি গুরুতর আহত হন। দ্রুত ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ঘটনাটি নিশ্চিত করেছে। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ/এ.জে