মৌলভীবাজারের জুড়ীতে বুধবার (১ অক্টোবর) বিকেল ৪ টার দিকে সড়ক দুর্ঘটনায় হাফিজ ইছমাইল হোসেন (২৩) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী ৩ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনজন মোটরসাইকেলে যাচ্ছিলেন। তখন পার্শ্বরাস্তা থেকে বাইসাইকেল চালিয়ে মূল সড়কে উঠছিলেন ইছমাইল। তখন মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে সকলেই রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নিহত ইছমাইল হোসেন সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার নাসির মিয়ার পুত্র। তিনি জুড়ী উপজেলার মধ্য ভোগতেরা জামে মসজিদের সানি ইমাম এবং জুড়ী জামেয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন।
জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. রিফাতুল ইসলাম জানান, হাসপাতালে আনার সময় ইছমাইলকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত মোটরসাইকেল আরোহীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গেছেন।
একুশে সংবাদ/এ.জে