মা ইলিশ সংরক্ষণে এ বছর পুলিশের পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীও দায়িত্ব পালন করবে। বিশেষ করে বিমানবাহিনী ড্রোনের মাধ্যমে তদারকি করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার।
বুধবার (১ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে রণদা প্রসাদ সাহার দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মৎস্য উপদেষ্টা বলেন, আগামী ৪ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর হবে। গত বছর নেওয়া উদ্যোগে ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ রক্ষা সম্ভব হয়েছিল। এ বছরও একইভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে কাজে লাগানো হবে এবং বিমানবাহিনী ড্রোন ব্যবহার করে নজরদারি করবে।
তিনি আরও বলেন, ইলিশ আহরণ কমে যাওয়ার অন্যতম কারণ হলো কারেন্ট জাল ও চায়না জাল। তাই এবার আরও কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে, যাতে বেশি পরিমাণ মা ইলিশ রক্ষা করা যায়।
একই অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, “সংস্কৃতিকে ধ্বংস করা যাবে না। কোনো গোষ্ঠী যেন রাজনীতিকে ব্যবহার করে বিভাজন তৈরি করতে না পারে, সে বিষয়ে আমরা সচেষ্ট। সব সংস্কৃতিকে ভালোবেসে আমরা ঐক্যের বার্তা নিয়ে এসেছি। সরকারের লক্ষ্য হলো প্রতিটি উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা।”
মন্দির পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, সুইস দূতাবাসের ডেপুটি হেড অব মিশন দিপক ইলমার, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার মিজানুর রহমান।
একুশে সংবাদ/এ.জে