অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই।
বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশালে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “সাধারণত কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ হলে তা স্থায়ী নাকি অস্থায়ী—সেই প্রশ্ন থাকে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার মতো কোনো লক্ষণ আমি দেখছি না।”
তিনি আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার চাওয়ার উদ্যোগ নিচ্ছে। তাই নির্বাচনের আগে তো নয়ই, নিকট ভবিষ্যতেও এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে তিনি মনে করেন।
এ সময় বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার প্রসঙ্গেও আসিফ নজরুল বলেন, “প্রধান উপদেষ্টা একাধিকবার জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর পরে এই সরকারের কেউ ক্ষমতায় থাকার আগ্রহ রাখে না।”
দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের সতর্কতায় কোনো অপশক্তি ষড়যন্ত্র চালাতে পারেনি। একই সঙ্গে পাহাড়ে যারা অস্থিরতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
একুশে সংবাদ/এ.জে