শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরা জেলা বিএনপির নেতা ও মাগুরা-১ আসনের সংসদ মনোনয়নপ্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) শ্রীপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
দলের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা পৌঁছে দিতে মনোয়ার হোসেন খান প্রতিটি মণ্ডপে উপস্থিত হয়ে আশ্বস্ত করেন যে বিএনপি অতীতেও তাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষদের আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
শ্রীপুর বাসীর উদ্দেশে তিনি বলেন, “ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে হিন্দু-মুসলিম সম্প্রদায় একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করবে।”
এ উপলক্ষে শ্রীপুর উপজেলা সদরে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন পূজামণ্ডপ প্রদক্ষিণ করে।
পূজামণ্ডপ পরিদর্শনকালে মনোয়ার হোসেন খান আলোচনাসভায়ও অংশ নেন। তাঁর সঙ্গে ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক রথীন্দ্রনাথ রায়সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

