AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০১ অক্টোবর, ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বের যেখানেই থাকুন, প্রবাসীরা এবার ভোট দিতে পারবেন: সিইসি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৩৭ পিএম, ১ অক্টোবর, ২০২৫

বিশ্বের যেখানেই থাকুন, প্রবাসীরা এবার ভোট দিতে পারবেন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, এবার বিশ্বের যেখানেই থাকুন না কেন, প্রবাসীরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভোট দিতে পারবেন। তিনি বলেন, এটি দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে ইসির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিও বার্তায় সিইসি জানান, প্রবাসীদের জন্য আউট অব কান্ট্রি ভোটিংকে সহজ ও কার্যকর করার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করা হবে। প্রবাসীরা এই অ্যাপ ডাউনলোড করে প্রয়োজনীয় নির্দেশনা অনুযায়ী এনআইডি, পাসপোর্ট এবং ঠিকানা তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করবেন। অ্যাপের মাধ্যমে ফেস আইডেন্টিফিকেশন এবং লাইভনেস ডিটেকশন সম্পন্ন হওয়ার পর ব্যালট পেপার প্রবাসীদের ঠিকানায় পৌঁছে যাবে। ভোটদানের পরে খামটি পোস্ট অফিসে পাঠিয়ে নির্বাচনী কর্মকর্তাদের কাছে পৌঁছে যাবে।

সিইসি আরও বলেন, প্রবাসীরা অ্যাপের ইন্সট্রাকশনাল ভিডিও, বাংলাদেশে দূতাবাস/অ্যাম্বাসি এবং ইসি ও সরকারি ওয়েবসাইট থেকে ভোট সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন। তিনি সকল প্রবাসীকে উৎসাহিত করেন এই সুযোগ কাজে লাগাতে, যাতে বিশ্বের যেখানেই থাকুক তাদের ভোটের কণ্ঠস্বর শোনা যায়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!