কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে জাহাঙ্গীর হোসেন (৪২) ও তার স্ত্রী রুবি বেগম (৩৫) নিহত হয়েছেন। দুর্ঘটনাটি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে ব্রহ্মপুত্র নদ দ্বারা বেষ্টিত সাহেবের আলগা ইউনিয়নের চর গ্রামে ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, টিনের ছাওয়াল ঘরে অবস্থানকালে বজ্রপাত সরাসরি আঘাত করলে তারা ঘটনাস্থলেই প্রাণ হারান। তাদের তিন সন্তান পাশের ঘরে থাকায় বেঁচে গেছে।
সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন বলেন, হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রপাত শুরু হলে স্বামী-স্ত্রীর টিনের ঘরে আঘাত লাগে। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, ইউডি মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে