গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লখন্ডা গ্রামে বজ্রপাতে সমীর বাড়ৈ (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সমীর ওই গ্রামের সাধন বাড়ৈর ছেলে।
স্থানীয়দের জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাতে বৃষ্টির মধ্যে সমীর বাড়ির পাশের বিলে মাছ ধরতে গেলে বজ্রপাতে আহত হন। তিনি রাতে বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন সকালে তাকে বিলের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক ডা. আসাদুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের মতে, সমীরের মৃত্যু বজ্রপাতে হওয়ার সম্ভাবনা বেশি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

