মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাইভেট কার ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আব্দুল গফুর শেখ (৪১) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি বুধবার সকাল ৬টায় মতিগঞ্জ লইয়ারকুল ব্রিজে ঘটে।
ঘটনায় গুরুতর আহত হয়েছেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সদস্য অজয় সিং (৪২) এবং ব্যবসায়ী মোঃ তানভীর হোসেন জনি। অজয় সিং মৌলভীবাজার লাইফ লাইন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন এবং তানভীর হোসেন জনি সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন।
নিহত আব্দুল গফুর শেখ শহরের স্টেশন রোডে মিতালী ম্যানসনে কাপড়ের ব্যবসা করতেন। তিনি এক কন্যা ও এক পুত্রের জনক।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোঃ নাজিম উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়, যেখানে একজনকে মৃত ঘোষণা করা হয়। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
একুশে সংবাদ/এ.জে