শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে কিশোরগঞ্জের ভৈরবে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে মণ্ডপ পরিদর্শনকালে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সুযোগ-সুবিধা, সুখ-দুঃখ ও মণ্ডপের নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী শাহিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও সিনিয়র নেতা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় শরিফুল আলম বলেন, “আমরা সবাই ভাই-ভাই। একসাথে মিলেমিশে চলা-ফেরা করব এবং ভৈরবের ঐতিহ্য সারা দেশে তুলে ধরার চেষ্টা করব।”
তিনি দেশনেত্রী খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে শহরের বিভিন্ন পূজামণ্ডপে শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেন।
একুশে সংবাদ/এ.জে