AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোহিঙ্গাদের ৯৬ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:২২ এএম, ১ অক্টোবর, ২০২৫

রোহিঙ্গাদের ৯৬ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

রোহিঙ্গা সংকটে মানবিক সহায়তা হিসেবে নতুন করে ৯৬ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত প্রথম উচ্চপর্যায়ের সম্মেলনে এই প্রতিশ্রুতি জানানো হয়।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বুধবার (১ অক্টোবর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এ তথ্য নিশ্চিত করেন। তার বক্তব্যে বলা হয়, এর মধ্যে যুক্তরাষ্ট্র দেবে ৬০ মিলিয়ন ডলার এবং যুক্তরাজ্য প্রতিশ্রুতি দিয়েছে ৩৬ মিলিয়ন ডলারের অনুদান।

এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে “মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি” শীর্ষক সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের শেকড় মিয়ানমারে, তাই সমাধানও সেখানেই খুঁজতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর কার্যকর চাপ বাড়ানোর আহ্বান জানান তিনি, যাতে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ হয় এবং দ্রুত তাদের রাখাইনে প্রত্যাবাসনের ব্যবস্থা নেওয়া যায়।

ড. ইউনূস বলেন, গণহত্যা শুরু হওয়ার আট বছর পার হলেও রোহিঙ্গাদের দুর্দশা থামেনি। সংকট সমাধানে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে এবং আন্তর্জাতিক সহায়তা তহবিলও বড় ধরনের ঘাটতির মুখে পড়েছে।

 

একুশে সংবাদ/এ.জে 

Link copied!