ক্লাব ডি মাদ্রিদের সভাপতি ও স্লোভেনিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি ড্যানিলো তুর্ক বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে তার হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতে তুর্ক অধ্যাপক ইউনূসকে ক্লাব ডি মাদ্রিদের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানান এবং ক্ষুদ্রঋণ খাতে তার অগ্রণী ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, “আমাদের অনুষ্ঠানে আপনাকে অংশ নিতে পেয়ে আমরা সম্মানিত হব। বাংলাদেশে চলমান গণতান্ত্রিক রূপান্তর সম্পর্কে আপনার অন্তর্দৃষ্টি অত্যন্ত মূল্যবান।”
বাংলাদেশে সাম্প্রতিক জুলাইয়ের বিদ্রোহের প্রসঙ্গ টেনে তুর্ক মন্তব্য করেন, এই আন্দোলন বিশ্বকে বিস্মিত করেছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে গণতান্ত্রিক অনুশীলনকে উৎসাহিত করার প্রচেষ্টার প্রতি সমর্থন ব্যক্ত করেন।
অধ্যাপক ইউনূস আমন্ত্রণকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা এখনও জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছি, দেশকে কীভাবে গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে নেওয়া যায় তা খুঁজছি। আমাদের লক্ষ্য এই পথেই দৃঢ়ভাবে রয়ে গেছে।”
উল্লেখ্য, ক্লাব ডি মাদ্রিদ হলো বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের ফোরাম, যারা তাদের অভিজ্ঞতা ও নেতৃত্ব কাজে লাগিয়ে বিশ্বব্যাপী গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করতে কাজ করে।
সভায় এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে