বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি `১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস্ কনফারেন্স (IPACC)-২০২৫` এ যোগদানের জন্য চার দিনের সরকারি সফরে আজ ২২ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার) মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
আইএসপিআরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে তিনি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন। মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড এবং মালয়েশিয়ান ডিফেন্স ফোর্স যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।
সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনীর সেনাপ্রধানরা উপস্থিত থাকবেন। আলোচনায় মূলত— দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক মৈত্রী ও সহযোগিতা জোরদার, অঞ্চলের অভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা, এবং সম্ভাব্য আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ—বিষয়গুলো গুরুত্ব পাবে।
আইএসপিআর আশা করছে, এ সফরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও ইন্দো-প্যাসিফিক দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ দেশে ফেরার কথা রয়েছে।
একুশে সংবাদ/এ.জে