পটুয়াখালী ও বরগুনা জেলার সনাতন ধর্মালম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প।
উক্ত ক্যাম্পের নিয়ন্ত্রণাধীন এলাকা পটুয়াখালী ও বরগুনা জেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, চেকপোস্ট, টহল কার্যক্রম ও অভিযান জোরদার করা হয়েছে। এছাড়া উক্ত জেলায় র্যাবের গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে।
সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প প্রতিদিন পটুয়াখালী ও বরগুনার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন কার্যক্রম চালাচ্ছে, যা উৎসব শেষ হওয়া পর্যন্ত চলমান থাকবে।
এর অংশ হিসেবে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) র্যাব-৮, পটুয়াখালী কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদ পটুয়াখালী সদরে অবস্থিত শ্রী শ্রী মদনমোহন জিউর মন্দির, আখড়াবাড়ি ও পুরান বাজারের পূজা মণ্ডপ কমিটির প্রধানদের সঙ্গে সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে মতবিনিময় করেছেন।
একুশে সংবাদ/প.প্র/এ.জে