ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, এটি ফিলিস্তিনের চূড়ান্ত স্বাধীনতা অর্জনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি বলেন, “বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিল এবং ফিলিস্তিনিদের সমর্থন করে এসেছে। তাই চার দেশের স্বীকৃতিকে আমরা স্বাগত জানাই। এটি একটি সুখবর।”
বিশ্লেষকরা মনে করছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে রাষ্ট্র ও সরকার প্রধানদের বিতর্কে ফিলিস্তিনের স্বাধীনতা ইস্যু উত্তাপ ছড়াবে।
ফিলিস্তিনের মানুষ ৭৫ বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলি আগ্রাসনের মুখে প্রতিকূলতার মধ্যে আছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় ৬৫ হাজারের বেশি মানুষ নিহত, যার মধ্যে অর্ধ লাখেরও বেশি শিশু রয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের স্বীকৃতির মাধ্যমে ফিলিস্তিনিরা দেড়শোর বেশি দেশের সমর্থন পেয়েছে। যদিও স্বাধীন রাষ্ট্র গঠনের পথে ফিলিস্তিনকে এখনও অনেক বাধা পেরোতে হবে।
বিশ্বের আরেক প্রভাবশালী দেশ ফ্রান্স শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে, যা হলে নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যের মধ্যে চারটির স্বীকৃতি পাবে ফিলিস্তিন।
একুশে সংবাদ/এ.জে