পিরোজপুরের নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় নাজিরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাজিয়া শাহনাজ তমার সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অনুপ কুমার সিকদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ বাওয়ালীসহ উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা।
প্রস্তুতিমূলক সভায় উপজেলার ১২৭টি সার্বজনীন দুর্গা মণ্ডপের সভাপতি ও সম্পাদকগণও উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/পি.প্র/এ.জে