গোপালগঞ্জের মুকসুদপুর থানার আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. আব্দুল বাছেদ। সভাপতিত্ব করেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল এবং সঞ্চালনা করেন থানার সেকেন্ড অফিসার সুকান্ত বাউল।
সভায় জানানো হয়, এ বছর মুকসুদপুর উপজেলায় মোট ২৯৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হবে। প্রতিটি পূজামণ্ডপে নিয়মিত টহল, সিসিটিভি মনিটরিং এবং নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেওয়া হয়।
এ সময় বক্তারা বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার।” তাই শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে সকলের সহযোগিতা প্রয়োজন।
সভায় থানার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতা, সুধীজন ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে