উজিরপুরের কৃতি সন্তান, বৈশাখী টেলিভিশনের হেড অব ব্রডকাস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মো. মুস্তাফিজুর রহমান “আউটস্ট্যান্ডিং ব্রডকাস্ট টেকনোলজিস্ট” হিসেবে ট্র্যাব এক্সিলেন্ট অ্যাওয়ার্ড-২০২৫ অর্জন করেছেন।
গত শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) আয়োজিত “সংস্কৃতির সংকট : উত্তরণের উপায়” শীর্ষক আলোচনা সভা ও ট্র্যাব এক্সিলেন্ট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।
এবারের আয়োজনে আজীবন সম্মাননা পেয়েছেন চলচ্চিত্রকার ছটকু আহমেদ এবং শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন মোশাররফ করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্র্যাব সভাপতি কাদের মনসুর এবং প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী।
প্রায় দুই দশক ধরে দেশের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ব্রডকাস্ট প্রকৌশলী হিসেবে কাজ করছেন মুস্তাফিজুর রহমান। তার কর্মজীবন শুরু হয় বাংলাদেশ টেলিভিশনে। পরবর্তীতে বাংলাভিশনে দায়িত্ব পালন শেষে বর্তমানে তিনি বৈশাখী টেলিভিশনে কর্মরত আছেন।
স্ট্যান্ডার্ড ডেফিনিশন প্রযুক্তি ও অ্যানালগ ট্রান্সমিশন থেকে আধুনিক এইচডি এবং ডিজিটাল ট্রান্সমিশনে উন্নীতকরণে বিশেষ ভূমিকা রেখেছেন তিনি। পাশাপাশি আইপি টিভি, ওটিটি প্ল্যাটফর্ম এবং ফাইভ-জি ট্রান্সমিশন প্রযুক্তি প্রয়োগেও তার দক্ষতা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
এ বিষয়ে অনুভূতি ব্যক্ত করে মুস্তাফিজুর রহমান বলেন, “বাংলাদেশের টেলিভিশন প্রযুক্তিকে বিশ্বমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা আমার দীর্ঘদিনের লক্ষ্য। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে।”
তার এ অর্জনে উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এবং উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সম্পাদকসহ সদস্যবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
একুশে সংবাদ/ব.প্র/এ.জে