আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দফতর।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) পুলিশের মানবসম্পদ উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কাজী জিয়া উদ্দিন জানান, নির্বাচনকেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি দক্ষভাবে সামলাতে নয়টি বিশেষ প্রশিক্ষণ মডিউল প্রস্তুত করা হয়েছে। এই কোর্সে নির্বাচন বিশেষজ্ঞ ও আইনজীবীদের মতামতও অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা অবাধ, নিরপেক্ষ ও নিরাপদ নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। ইতিমধ্যে ১৫০ জন মাস্টার ট্রেইনার প্রস্তুত করা হয়েছে, যাদের মাধ্যমে পর্যায়ক্রমে ১,২৯২ জন ট্রেইনার অব ট্রেইনার্স (টিওটি) তৈরি করা হবে। পরবর্তীতে তারাই সারাদেশে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবেন।
পুলিশের ১৩৪টি প্রশিক্ষণ কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে। প্রশিক্ষণের অংশ হিসেবে তৈরি করা হয়েছে দুটি প্রামাণ্যচিত্র, একটি বুকলেট, একটি ১৫ মিনিটের অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট এবং নয় মিনিটের একটি স্বল্পদৈর্ঘ্য ফিল্ম। বাস্তবমুখী মহড়া দিয়েও প্রশিক্ষণকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
ডিআইজি জিয়া উদ্দিন জানান, এ উদ্যোগ নির্বাচনকালে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিতে মাইলফলক হয়ে থাকবে। চলতি সপ্তাহের শেষে রাজারবাগ পুলিশ লাইনে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে