ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে স্থানীয়রা আবারও অবরোধ শুরু করেছে। এর ফলে দক্ষিণাঞ্চলের অন্তত ২১ জেলার সঙ্গে ঢাকার সরাসরি যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে গোলচত্তর এলাকায় ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের প্রবেশমুখ একযোগে অবরোধ করে বিক্ষোভকারীরা। এর আগে সকাল ৮টার দিকে প্রথম দফায় খুলনা-ঢাকা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে মুনসুরাবাদ ও হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ শুরু হয়। দুপুর ১টার দিকে সাময়িকভাবে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভের সময় ঢাকাগামী আল-আমিন পরিবহনের একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান জানিয়েছেন, বিকেল সাড়ে ৪টার পর আবারও অবরোধ শুরু হওয়ায় দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগে পুনরায় বিশাল অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

