হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংককগামী ফ্লাইটে উঠতে গিয়ে আটকে দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকী ও বঙ্গবীর কাদের সিদ্দিকীর ছোট ভাই এসএম সিদ্দিকীকে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। তার স্ত্রীও তখন সঙ্গে ছিলেন।
বিমানবন্দর সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে একটি আন্তর্জাতিক এয়ারলাইন্সের ফ্লাইটে উঠতে এসেছিলেন তিনি। তবে ইমিগ্রেশন চেকপোস্টে পৌঁছালে জিজ্ঞাসাবাদের পর জানানো হয়, তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আছে। পরে তাকে ফ্লাইট থেকে ফেরত পাঠানো হয়।
এসএম সিদ্দিকী টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন।
এর আগে গত সপ্তাহে ঢাকায় ‘৭১ মঞ্চ’ আয়োজিত এক গোলটেবিল বৈঠক থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে আটক করা হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
একুশে সংবাদ/জা.নি/এ.জে