AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতিসংঘ ফেব্রুয়ারির নির্বাচনকে পূর্ণ সমর্থন করে : গুইন লুইস


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:০০ এএম, ৫ সেপ্টেম্বর, ২০২৫

জাতিসংঘ ফেব্রুয়ারির নির্বাচনকে পূর্ণ সমর্থন করে : গুইন লুইস

আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে পূর্ণ সমর্থন জানিয়েছে জাতিসংঘ। একে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককালে তিনি এ সমর্থন পুনর্ব্যক্ত করেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সাক্ষাতে জাতিসংঘ ও অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ সহযোগিতা, উন্নয়ন অগ্রাধিকার ও সংস্কার এজেন্ডা নিয়ে আলোচনা হয়। আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল নির্বাচন। গুইন লুইস বলেন, স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে জাতিসংঘ নির্বাচন কমিশনের প্রতি সহায়তা অব্যাহত রাখবে।

এছাড়া সরকারের উচ্চাভিলাষী সংস্কার কর্মসূচি বাস্তবায়নে জাতিসংঘের সম্ভাব্য ভূমিকা ও বাড়তি সহায়তা নিয়েও মতবিনিময় হয়।

বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশন এবং নিউইয়র্কে রোহিঙ্গা সম্মেলনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। আন্তর্জাতিক তহবিল সংকটে শরণার্থী শিবিরে শিক্ষা ও জরুরি সেবা ব্যাহত হওয়ায় উভয় পক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করে।

প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, রোহিঙ্গা সংকটে কার্যকর মানবিক প্রতিক্রিয়া বজায় রাখতে টেকসই আন্তর্জাতিক সংহতি ও বাড়তি সহায়তা এখন জরুরি।

গুইন লুইস বাংলাদেশের সংস্কার ও রূপান্তর প্রক্রিয়ায় জাতিসংঘের অবিচল সমর্থনের আশ্বাস দেন এবং টেকসই উন্নয়ন ও দীর্ঘমেয়াদী সমৃদ্ধি অর্জনে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!