উন্নত জীবনের স্বপ্নে যুক্তরাষ্ট্রে গিয়ে এবার ফেরত আসতে হচ্ছে ৩০ বাংলাদেশিকে। অবৈধভাবে থাকা সন্দেহে ট্রাম্প প্রশাসন এই দফায় তাদের দেশে পাঠিয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে। ফেরত আসাদের মধ্যে ২৯ জন পুরুষ ও একজন নারী রয়েছেন।
দেশে ফেরত আসা অভিবাসীদের কেউই এখন পর্যন্ত গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।
এর আগে মার্কিন অভিবাসন নীতির জোরদার প্রয়োগের ফলে তিন ধাপে মোট ১৮৭ জন বাংলাদেশি দেশে ফিরে এসেছিলেন। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ অভিবাসনবিরোধী অভিযানের অংশ হিসেবে ধীরে ধীরে বাড়ছে।
একুশে সংবাদ/কা.ক/এ.জে