চাকরির প্রলোভন ও টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে প্রতারণার ফাঁদ পেতে কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়া একটি চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার রাতে ঢাকার ধানমন্ডি, ঠাকুরগাঁও সীমান্তঘেঁষা এলাকা ও দিনাজপুরে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আটকরা হলেন—চক্রের মূল হোতা আকাশ (২২), রাশাদ (২৮) ও সহযোগী আসাদ (৩০)। এসময় প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন ও ভিন্ন নামে নিবন্ধিত একাধিক সিম কার্ড জব্দ করা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দীন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আসামিরা ভুয়া খণ্ডকালীন চাকরি ও মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। টেলিগ্রামে গ্রুপ খুলে কয়েক লাখ টাকা বিনিয়োগ করলে দ্রুত কয়েকগুণ ফেরত আসবে—এমন প্রতিশ্রুতি দিয়ে তারা প্রতারণা করত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ চক্রে দেশি-বিদেশি আরও ব্যক্তির সম্পৃক্ততা আছে বলে ধারণা করছে সিআইডি। তদন্তের মাধ্যমে পুরো নেটওয়ার্ক শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন সংস্থাটির বিশেষ পুলিশ সুপার।
একুশে সংবাদ/জা.নি/এ.জে