AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টেলিগ্রামে চাকরির প্রলোভন ও কোটি টাকা হাতিয়ে নেন, তিন প্রতারক গ্রেপ্তার


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৩:২০ পিএম, ৫ সেপ্টেম্বর, ২০২৫

টেলিগ্রামে চাকরির প্রলোভন ও কোটি টাকা হাতিয়ে নেন, তিন প্রতারক গ্রেপ্তার

চাকরির প্রলোভন ও টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে প্রতারণার ফাঁদ পেতে কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়া একটি চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার রাতে ঢাকার ধানমন্ডি, ঠাকুরগাঁও সীমান্তঘেঁষা এলাকা ও দিনাজপুরে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আটকরা হলেন—চক্রের মূল হোতা আকাশ (২২), রাশাদ (২৮) ও সহযোগী আসাদ (৩০)। এসময় প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন ও ভিন্ন নামে নিবন্ধিত একাধিক সিম কার্ড জব্দ করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দীন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আসামিরা ভুয়া খণ্ডকালীন চাকরি ও মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। টেলিগ্রামে গ্রুপ খুলে কয়েক লাখ টাকা বিনিয়োগ করলে দ্রুত কয়েকগুণ ফেরত আসবে—এমন প্রতিশ্রুতি দিয়ে তারা প্রতারণা করত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ চক্রে দেশি-বিদেশি আরও ব্যক্তির সম্পৃক্ততা আছে বলে ধারণা করছে সিআইডি। তদন্তের মাধ্যমে পুরো নেটওয়ার্ক শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন সংস্থাটির বিশেষ পুলিশ সুপার।

 

একুশে সংবাদ/জা.নি/এ.জে

Link copied!