সংস্কৃতি উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আজ (১৭ আগস্ট) বিকেল ৩টায় চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বৈঠকে বসবে।
কক্সবাজারে সরকারি একটি কর্মশালায় যোগ দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে শনিবার রাত সাড়ে ১০টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় এনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন— “আজ বিকেল ৩টায় হাসপাতালে বোর্ড মিটিং বসবে। এরপর চিকিৎসা নিয়ে পরবর্তী করণীয় জানানো হবে। নির্ভরযোগ্য উৎস ছাড়া অন্য কোনো তথ্য দেখে বিভ্রান্ত হবেন না।”
ফারুকীর ব্যক্তিগত সহকারী মুকতাদিরুল আহমেদ জানিয়েছেন, চিকিৎসকেরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে। তিনি আগের তুলনায় সুস্থ আছেন এবং দ্রুত সেরে ওঠবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
একুশে সংবাদ/ জা.নি/এ.জে