আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হওয়ায় দলটি যদি কোনো ধরনের অপকর্মে লিপ্ত হয়, তাহলে কোনোভাবেই তারা রেহাই পাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানায় পরিদর্শন শেষে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
৫ আগস্ট সামনে রেখে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা আছে কি না— এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, “আল্লাহ চাইলে কোনো বিপদ হবে না। আপনারা (গণমাধ্যমকর্মীরা) যেভাবে পাশে থেকে সহযোগিতা করছেন, তাতে চিন্তার কিছু দেখছি না।”
আওয়ামী লীগ গোপনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে— এমন প্রশ্নে তিনি জানান, “আমরা বিষয়টি পর্যবেক্ষণে রেখেছি। এমনকি একটি সূত্রে জানা গেছে, এই গোপন কর্মকাণ্ডে সেনাবাহিনীর এক কর্মকর্তা জড়িত থাকতে পারেন। যেই বাহিনীর সদস্যই হোক না কেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি বলেন, “তাদের কর্মকাণ্ড সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে। কাজেই তারা যদি গোপনে কোনো অপচেষ্টা করে, তাহলে তা কঠোরভাবে দমন করা হবে।”
আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণ সংক্রান্ত প্রশ্নে উপদেষ্টা বলেন, “এটা তদন্তসাপেক্ষ বিষয়। তদন্তের মাধ্যমেই বিস্তারিত জানা সম্ভব হবে।”
সংবাদকর্মীদের প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আপনারা সত্য তুলে ধরছেন বলেই সাধারণ মানুষ সঠিক তথ্য জানতে পারছে। আর এতে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নয়ন হচ্ছে।”
তিনি আরও বলেন, “গণমাধ্যম যেভাবে নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সংবাদ প্রচার করছে, তার কারণে আন্তর্জাতিক মিডিয়াগুলোর অবস্থানেও পরিবর্তন এসেছে। তারা আগের মতো প্রভাব বিস্তার করতে পারছে না। এর কৃতিত্ব আপনাদের।”
একুশে সংবাদ/ঢ.প/এ.জে